পুলিশের স্টিকার লাগানো কারে মিলল সাড়ে ৩ হাজার ইয়াবা
সাতক্ষীরায় পুলিশের স্টিকার লাগানো প্রাইভেটকার থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) ভোরে শহরের মিলবাজার সংলগ্ন সুন্দরবন টেক্সটাইল মিলের ১ নং গেটের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে তাদের আটক করে র্যাব-৬ এর একটি দল।
আটকরা হলেন- সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার মৃত আরশাদ হোসেনের ছেলে মাহফুজ আরিফ অপু (২৮), শহরের বাটকেখালী রামদেবপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে রায়হান বিপ্লব (২৮) ও শহরের গড়েরকান্দা এলাকার মৃত দেসের গাজীর ছেলে আনিছ গাজী (৩৫)।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারযোগে ইয়াবার একটি বড় চালান নিয়ে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সাতক্ষীরা শহরের মিলবাজার সংলগ্ন সুন্দরবন টেক্সটাইলস মিলের ১ নং গেটের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে র্যাবের চেকপোস্ট বসানো হয়।
পরে সেখান থেকে ঢাকা মেট্রো-গ-১৬-০১৫৬ একটি প্রাইভেটকার থামিয়ে চ্যালেঞ্জ করা হয়। এ সময় প্রাইভেটকারে থাকা উক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৩ হাজার ৪৩০ পিস ইয়াবা, মোবাইল ফোন ৫টি, সিমকার্ড ৬টি, নগদ ৫ হাজার ১০০ টাকাসহ পুলিশের স্টিকার লাগানো ভুয়া পরিচয়বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক তিন মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।