পেকুয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের পেকুয়ায় দুটি হত্যা মামলার পলাতক আসামি জাফর আলম ওরফে ডাকাত জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাফর ওই এলাকার বাসিন্দা।
পুলিশ বলছে, জাফর আলম (৬৪) তাঁর পুত্রবধূ সালমা বেগম ও নেজাম উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মারামারির অভিযোগে আরও ছয়টি মামলা রয়েছে।
শুধু জাফর আলমই নন, বর্তমানে তাঁর ছেলে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম এবং আরেক ছেলে আলমগীর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মারামারি ও বন আইনে অন্তত ১০টি এবং আলমগীরের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।
থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বছরের ২৩ সেপ্টেম্বর গৃহবধূ সালমা বেগমকে পিটিয়ে হত্যা করেন আলমগীর ও তাঁর পরিবারের সদস্যরা। ওই মামলায় জাফর আলম, তাঁর ছেলে আলমগীর ও জাহাঙ্গীরকে আসামি করা হয়। এ ছাড়া পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ এপ্রিল রাতে আরেক ডাকাত নেজাম উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। এই মামলাতেও জাফর ও তাঁর ছেলে জাহাঙ্গীর আসামি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, জাফরকে দীর্ঘদিন ধরে পুলিশ ধরার চেষ্টা করছে। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়িয়াখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইতিমধ্যে তাঁর দুই ছেলে জাহাঙ্গীর ও আলমগীর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। শুক্রবার জাফরকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।