ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন
ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। ২০ জুলাই বুধবার বিকেলে পাইন্দং ইউনিয়নের বেরাজালি ধুরুং খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারিরা ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অভিযানে বালু উত্তোলনের জন্য ব্যবহার্য শ্যালো মেশিন, ড্রেজিংয়ের পাইপসহ প্রায় ৬০০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং উপস্থিত জনসাধারণ ও স্বাক্ষীদের সম্মুখে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করার জন্য পাইন্দং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌতম বড়ুয়াকে জিম্মায় প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম।