ফরিদপুরে দুই ইট ভাটা মালিককে জরিমানা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভাটপাড়ায় অবস্থিত আল-আলী অটো ব্রিকস ও কেএইচএস ইট ভাটার ম্যানেজারদের পৃথক অভিযানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, এই দুই ইটভাটা মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত। ইট ভাটার জন্য গাড়িতে করে মাটি পরিবহন কালে মাটি মহাসড়কের উপরে পড়ে মহাসড়ক ক্ষতিগ্রস্ত ও সড়ক দুর্ঘটনা হচ্ছিল। এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিয়ান চালান। অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক আল-আলী অটো ব্রিকস এর ম্যানেজারকে ২০ হাজার টাকা ও কেএইচএস ইট ভাটার ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।