ফাঁস নিয়ে স্বামী পরিত্যক্তা সুমির আত্মাহত্যা
নূরুল অাজিজ চৌধুরী নারায়ণগনজ ঃ রূপগঞ্জে সুমি আক্তার (৩০) নামের এক স্বামী পরিত্যক্তা মহিলা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ২৪ জানুয়ারী সোমবার সকাল ৯টায় আমলাব বাংলাবাজার এলাকায় জলিলের বাড়ির দ্বিতীয় তলা থেকে সুমি আক্তারের লাশ উদ্ধার করে ভুলতা ফাঁড়ির পুলিশ।
জানা যায় সুমি আক্তার দিনাজপুর জেলার রানী বন্দর থানার দক্ষিণ নসরতপুর এলাকার সুলতান আলীর মেয়ে। গত ১১ বছর আগে একই গ্রামের আবদুর রহিমের সাথে তার বিবাহ হয়। বিবাহর পর তাদের ঘরে সুমন নামে একটি সন্তান হয়। তিন বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটলে সুমি গোলাকান্দাইল আমলাবোর বাংলাবাজার এলাকায় জলিল মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে এবং আউখাব এলাকার মাইক্রো কোম্পানিতে চাকুরী করে আসছিলো।
জানা যায় সুমি আক্তার স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী।
পুলিশ ও এলাকাবাসী জানান, সুমি আক্তার (৩০) নিজ রুমের ফ্যানের সাথে ওড়না পচিয়ে ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে।
এলাকাবাসী জানান, সকাল ৯টায় পাশের রুমের ভাড়াটিয়া নাস্তা করার জন্য ডাকতে গেলে দেখতে পায় সুমি ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। এসময় সুমিকে দেখতে পেয়ে চিৎকার দিলে আসপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।