ফেরিতে পাঁচ ভাগের এক ভাগে নেমে এলো ছোট গাড়ি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের নতুন রুট পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়ায় ফেরি পারাপারে পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে ছোট গাড়ি। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ৩৫০টি ব্যক্তিগত প্রাইভেটকার পার হয়েছে।
তবে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে দূরপাল্লার বাস হচ্ছে প্রায় আগের মতোই। এছাড়া পণ্যবাহী ট্রাক পার যথারীতি স্বাভাবিক রয়েছে বলে ঘাট সূত্র দাবি করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডিব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, গত শনিবার পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ব্যক্তিগত ছোট প্রাইভেটকার পার হয়েছে প্রায় দেড় হাজার। রোববার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পার হয়েছে মাত্র ৩৫০টি।
তিনি আরও জানান, শনিবার দিনভর দুইশ দূরপাল্লার বাস পার হয়েছে। তাদের হিসাব মতে দূরপাল্লার অল্প কিছু সংখ্যক কোচ পদ্মা সেতু হয়ে পার হয়েছে। তবে পণ্যবাহী ট্রাক পার স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২১টি ফেরি দিয়ে যান চলাচল করছে।