ফেরি ও ঘাট সংকটে তীব্র যানজট
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি ও ঘাট সংকটের কারণে মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। বিকেল পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
এতে আটকা পড়েছে ৫ শতাধিক বিভিন্ন যানবাহন। এছাড়া দৌলতদিয়া ঘাটের ওপর চাপ কমাতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে আটকে রাখা হয়েছে আরও অন্তত ৩ শতাধিক বিভিন্ন অপচনশীল পণ্যবাহী যানবাহন। আটকে পড়া ট্রাকের চালক ও সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এরই মধ্যে রাতে কখনো কখনো মহাসড়কে যানবাহনের ২ থেকে ৩টি পর্যন্ত সারি সৃষ্টি হয়ে মহাসড়ক কার্যত অচল হয়ে যায়। সোমবার রাতে গোয়ালন্দ ফিডমিল এলাকায় এ যানজটের মধ্যে মহাসড়কের পাশ দিয়ে চলতে গিয়ে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে পড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রাকচালক আরিফুল ইসলাম বলেন, সোমবার রাত ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার সামনে এসে দীর্ঘ যানজটে আটকে পড়ি। সেখান থেকে ধীরে ধীরে দুপুর আড়াইটায় বাংলদেশ হ্যাচারিজ পর্যন্ত আসি। কখন ফেরির নাগাল পাবো জানি না। এ ঘাটে আরো ফেরি বাড়াতে হবে, তা না হলে এ যানজট কমবে না।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়ার ৭টি ফেরি ঘাটের মধ্যে ৩, ৪, ৫, ও ৭নং ঘাটে ৪টি ফেরি চালু রয়েছে। রুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে। বিকল হয়ে আছে ৪টি ফেরি। এর মধ্যে ৩টি রো রো (বড়) ফেরি ২ মাসের অধিক সময় ধরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতের জন্য রয়েছে।