ফেরি বিকল, পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ
ফেরি বিকল ও সাপ্তাহিক বন্ধের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পাড় হলেও সাধারণ পণ্যবাহী ট্রাককে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র গরমে দুর্ভোগে যাত্রী ও যানবাহন চালকরা।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী শুক্রবার দুপুর ২টার দিকে পাটুরিয়ার জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকামুখী প্রায় চার কিলোমিটার পর্যন্ত যানবাহনের সাড়ি রয়েছে। পাটুরিয়া প্রান্তে দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন এবং ছয় শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়ছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানান, ফেরি বহরের ১৯টি ফেরির মধ্যে রো রো ফেরি শাহ মখদুম ও ইউটিলিটি ফেরি বনলতা নামে ২টি ফেরি বিকল থাকায় ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিকল ফেরি সচল করে বহরে যুক্ত করা হবে।