‘বাবা পুলিশ হলে সন্তান যেন গর্ব করে’
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, পুলিশ সদস্যদের এমনভাবে কাজ করতে হবে যেন তার সন্তান গর্ব করে বলে আমার বাবা পুলিশ। সবাইকে আরও বেশি সচেতন ও দায়িত্ববান হতে হবে, যেন পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারে আমার বাবা ছিলেন পুলিশ।
সোমবার সকালে আরএমপির ট্রেনিং স্কুলে ষষ্ঠ ব্যাচের অস্ত্রচালনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, পুলিশের দীর্ঘদিনের দাবি হালকা আধুনিক অস্ত্র। এ দাবি পূর্ণ হচ্ছে। সেই অস্ত্রের যথাযথ আইনসঙ্গত ব্যবহারের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এজন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আরএমপির উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স), মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমান প্রমুখ। ছয় দিনের এই কোর্সে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।