বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে ছাত্রশিবিরের ৭ নেতাকর্মীকে আটক
রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পুলিশ ছাত্রশিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরএমপির রাজপাড়া থানা পুলিশ তাদের আটক করে। রাজপাড়া থানার ওসি মাযহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যার পরপরই নগরীর রাজপাড়া থানার ডাবতলা এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার জন্য জড়ো হয়েছিল। পুলিশ বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায়। বেশকিছু নেতাকর্মী পালিয়ে যেতে সক্ষম হলেও সাতজনকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। আটককৃতদের রাজপাড়ায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি ব্যবস্থা নিয়ে আটককৃতদের রোববার আদালতে পাঠানো হবে।