বিশ বছরের মধ্যে প্রথমবার ভারতে মন্ত্রী গ্রেপ্তার
নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। ভারতে ২০ বছরের মধ্যে প্রথমবার এ রকম ঘটনা ঘটল।
বার্তা সংস্থা জানায়, মহারাষ্ট্রে একটি জনসভায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলেছিলেন রানে।
তিনি বলেন, এটা কততম স্বাধীনতা দিবস তা উদ্ধব জানতেন না। পাশে দাঁড়ানো ব্যক্তির কাছ থেকে তাকে জানতে হয়েছে। স্বাধীনতা দিবস সম্পর্কে এই অজ্ঞানতার জন্যই মুখ্যমন্ত্রীকে চড় মারার কথা বলেছিলেন রানে।
রানের এই মন্তব্য ঘিরে মহারাষ্ট্রে আলোড়ন দেখা দেয়। শিবসেনা কর্মীরা রাস্তায় নেমে পড়ে। কিছু জায়গায় তারা বিজেপি অফিস আক্রমণ করে। প্রতিবাদে বিজেপি বুধবার মহারাষ্ট্র জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
তবে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পরে রানে আদালতের কাছে জামিন পেয়েছেন। তাকে বলতে হয়েছে, এই ধরনের মন্তব্য তিনি আর করবেন না। আর ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তাকে পুলিশের কাছে হাজিরা দিতে হবে।
জামিন পাওয়ার পর রানে বলেন, ‘সত্যমেব জয়তে’। রানের আইনজীবী জানিয়েছেন, মন্ত্রী যখন খাচ্ছিলেন, তখন পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তারা হাইকোর্টে যান। পরে নিম্ন আদালতে রানের জামিন হয়।
রানের বিরুদ্ধে শিবসেনা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। যার জেরে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২০ বছরের মধ্যে এই প্রথম এক কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করলো কোনো রাজ্য সরকার।
নারায়ণ রানে একসময় শিবসেনাতে ছিলেন। বালাসাহেব ঠাকরের আমলে এ দলে তার উত্থান।
শিবসেনার অভিযোগ, রানে জেনেবুঝে মহারাষ্ট্রে উত্তেজনা ছড়াতে চাইছেন। তাই তিনি এই মন্তব্য করেছেন।
মন্ত্রিসভার শেষ রদবদলে রানেকে কেন্দ্রে মন্ত্রী করেন প্রধানমন্ত্রী মোদি। ছোট ও মাঝারি শিল্পের দায়িত্ব তাকে দেওয়া হয়। তাকে মন্ত্রী করার জন্য প্রকাশ জাভড়েকরকে বাদ দেওয়া হয়। রানে কোঙ্কনের নেতা। দক্ষ সংগঠক। তাই পরবর্তী লোকসভা ও বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তাকে গুরুত্ব দিচ্ছেন মোদি।
এ দিকে রাজ্যের সাবেক বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, তিনি রানের মন্তব্য সমর্থন করেন না। কিন্তু পুলিশ যেভাবে তাকে গ্রেপ্তার করেছে, তা কিছুতেই মানা যায় না।