ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে যমুনার তীরে মানববন্ধন
যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার তীরবর্তী পৃথক দুটি গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা।
সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দি ও বারবয়লা চরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, ইউপি সচিব মনোয়ারুল ইসলাম, প্রবীণ ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ওই এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য জেলহজ আলী ও হারান আলী, পরান আলী বেপারী, রমজান আলী, পংকজ কুমার, মনোয়ারা বেগম ও মরিয়ম খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় সাড়ে ৪ বছর ধরে বর্ষা মৌসুমে মহেশপুর থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৯ কিলোমিটার এলাকায় নদী ভাঙন চলছে। বিলীন হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। এ বছর যমুনা নদীর পানি বৃদ্ধি ও কমার সময় প্রায় ৩শ ঘরবাড়ি, বোয়ালকান্দি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক নদীতে বিলীন হয়েছে। তারপরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাই ভাঙন রোধে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।