ভোট কেন্দ্রের পাশের ঝোপে মিললো আগ্নেয়াস্ত্র
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বাচারগাঁ ভোট কেন্দ্রের পশ্চিম পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের বাচারগাঁ কেন্দ্রের পশ্চিম পাশে শহীদুল ইসলামের বাড়ির পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি এলজি উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, পঞ্চম ধাপে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০ টি ও চাটখিল উপজেলার আটটি এবং বেগমগঞ্জের একটিসহ মোট ১৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে আটটি ইউনিয়নে ইভিএমে এবং ১১ টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।