মধুপুরে মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল চাপায় পড়ে হাজেরা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা মোটরসাইকেল চালক দুই কিশোরকে মোটরসাইকেলসহ আটক করে রেখেছে।বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার গারোবাজারে এমন ঘটনা ঘটেছে।নিহত হাজেরা বেগম দক্ষিণ মহিষমারা গ্রামের জনৈক হযরত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকার কয়েক কিশোর মোটরসাইকেল যোগে মধুপুরের সন্তোষ রাবার বাগান এলাকা ভ্রমণ ও বানর দেখতে গারোবাজার অতিক্রম করছিল। এ সময় বাজারের রাস্তা পাড় হতে গিয়ে ওই মোটরসাইকেল চাপায় পড়েন। উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার পর পরই ওই মোটরসাইকেল চালক ও তার সঙ্গীকে স্থানীয়রা আটক করে রেখেছে বলে স্থানীয়রা জানিযেছে।
তারা আরও জানায়, পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ১১ টা) ঘটনাস্থলে পুলিশ যায়নি।