মাধবপুরে ৫টি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
মাধবপুর পৌর শহরে অবস্থিত সরকারী অনুমোদন ছাড়াই গড়ে উঠা ৫টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল চালু রাখায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট শেখ মঈনুল ইসলাম মঈন এর ভ্রাম্যমান আদালত সেবা ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, তিতাস জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার (২), এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও হক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন কাগজ পত্র না পেয়ে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেন।
অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এর সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারী অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।