মানিকগঞ্জের ঘিওরে নদীভাঙনে দেবে গেছে বেইলি সেতুর একাংশ, যান চলাচল বন্ধ
ইছামতী নদীর ভাঙনের কারণে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কুস্তা এলাকায় বেইলি সেতুর একাংশ দেবে গেছে। এতে ঘিওর-শ্যামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ঘিওর ও দৌলতপুর উপজেলার ৬টি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের বাসিন্দারা।
স্থানীয় লোকজন জানান, এক সপ্তাহ আগে সেতুটির পূর্ব পাশের অংশে ধস শুরু হয়। এরপর গত বুধবার থেকে সেতুটি দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ ছাড়া নদীভাঙনের কারণে ঘিওরের কুস্তা এলাকায় নদীতীরবর্তী শতবর্ষী ঘিওর হাট, অর্ধশত বসতবাড়ি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা খাদ্যগুদাম, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা হুমকির মধ্যে পড়েছে। নদীর ভাঙনের ফলে গত দুই সপ্তাহে নদীতীরবর্তী প্রায় ৩০টি বসতবাড়ি ভেঙে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ঘিওরে কুস্তা এলাকায় নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে বালুভর্তি আট হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে। পরে ভাঙন রোধে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সেতুটির মেরামতকাজ শুরু হয়েছে। স্টিলের পাটাতন খোলার কাজ করছেন শ্রমিকেরা। ঘিওর হাটসংলগ্ন ইছামতী নদীর ওপর এই বেইলি সেতুটির পূর্ব পাশের অংশ ধসে গেছে। সেতুর ওপর দিয়ে যানবাহন ও যাত্রী চলাচল বন্ধ রয়েছে।