মামলা নিতে ওসির ‘টালবাহানা’
সন্ত্রাসী হামলায় আহত এক ব্যবসায়ীর মামলা নিতে সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা টালবাহানা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাত ৮টার দিকে বেলকুচির চালাবাজার এলাকায় হামলার শিকার হন ব্যবসায়ী নাবিল মণ্ডল (৩০)। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় রোববার সন্ধ্যায় থানায় গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
আহত নাবিল মণ্ডল বলেন, চালাবাজার এলাকায় নিজের দোকানে বেচাকেনা করছিলাম। এ সময় উপজেলা থানা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্নার নেতৃত্বে ইব্রাহীম খলিল সৌরভ, হযরত আলী, মাসুদসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে আমার ওপর হামলা করে। হামলাকারীরা আমাকে এলোপাতাড়ি মারপিট করে দোকান থেকে দেড় লাখ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করেন।
তার বাবা দৌলত মণ্ডল অভিযোগ করে বলেন, ঘটনার পর রোববার সন্ধ্যায় থানায় মামলা করতে গেলে আসামির নাম থেকে আমিরুল ইসলামের নাম বাদ দিলে মামলা নেওয়া হবে বলে জানান ওসি গোলাম মোস্তফা। রাজি না হওয়ায় মামলার বিষয়টি এখনো ঝুলে আছে।
হামলার বিষয়ে অভিযুক্ত আমিরুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।
অপর অভিযুক্ত শাহাদৎ হোসেন মুন্না বলেন, নাবিল মণ্ডল আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য দেওয়ায় আমি তার কাছে এ বিষয়ে জানতে গিয়েছিলাম। এ সময় সে আমার ওপর ক্ষিপ্ত হওয়ায় তাকে মারধর করেছি।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দিতে আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।