মুন্সিগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী বাজারের কাজী মার্কেট অবস্থিত ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজিতে একসঙ্গে ৩ ছেলে শিশুর জন্ম দিয়েছেন মোসা. সোমা নামের এক প্রসূতি মা। বুধবার বিকালে জন্ম নেওয়া তিন শিশুকে ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি সেন্টারে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা রয়েছে। নবজাতক তিন শিশু ও প্রসূতি মা সোমা সকলেই সুস্থ আছেন।
হাসপাতালটির গাইনি চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া এবং এনেস্থিসিয়া চিকিৎসক ডা. নাসিরউদ্দিন ইকবাল এর তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। ওই তিন শিশুর বাবা মো. লিমন হোসেন টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌষার গ্রামের বাসিন্দা।
মো. মিলন হোসেন বলেন, আমার স্ত্রীকে নিয়মিত চেক-আপ করতেন ডা. আমেনা খাতুন তানিয়া। আল্লাহর রহমতে কোন সমস্যা ছাড়াই তিন ছেলে সন্তানের বাবা হলাম। শিশুরা সবাই সুস্থ আছে। ক্লিনিকে ডাক্তার এবং ডা. আমেনা খাতুন তানিয়া, নিয়মিত তাদের খোঁজ খরব রাখছেন। আমি সবার দোয়া কামনা করছি।
এ ব্যাপারে ওই ক্লিনিকে মালিক সাইফুল ইসলাম বুধবার রাত ৯টার দিকে বলেন, এক প্রসূতি ৩টি ছেলে শিশু জন্ম দিয়েছে। শিশু ৩টি এবং প্রসূতি মা সুস্থ আছেন। তাদের বাড়ি কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে ।