মুমিনুলরা কি পারবেন ২০০৯ এর সেই স্মৃতি ফিরিয়ে আনতে?
জয়ের লক্ষ্যে দুরন্ত সূচনার পরও খেলার এ পর্যায়ে বিপদে বাংলাদেশ। অনেকের মতে, চালকের আসনে চেপে বসেছে ওয়েস্ট ইন্ডিজ।
মুশফিক ও মিঠুনের দ্রুত বিদায়ে এভাবে ব্যাকফুটে চলে গেছে স্বাগতিকরা। জয় পেতে এখনও যেতে হবে অনেক দূর। অথচ প্রথমদিকের ৫ উইকেট সাজঘরে।
একটাই স্বস্তি বাংলাদেশের টেস্ট ফরম্যাটের সবচেয়ে সেরা ব্যাটসম্যান এখন মাঠে। তিনি হলেন বাংলাদেশের সাদা জার্সির অধিনায়ক মুমিনুল।
তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন প্রথম ইনিংসে ফলোঅন এড়ানোর নায়ক লিটন দাস। অর্থাৎ এ জুটির ওপরই ভর করছে বাংলাদেশের ভাগ্য।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, মুমিনুল কি পারবেন মিরপুর শেরে বাংলায় ২০০৯ সালে ক্যারিবীয়দের মাঠের সেই স্মৃতি ফিরিয়ে আনতে?
সেবার চতুর্থ ইনিংসে ক্যারিবীয়দের ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দুর্দান্ত পারফর্ম করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। আর ব্যাট হাতে ৯৭ বলে ৯৬ রানের নজরকারা ইনিংস খেলেন।
ম্যাচসেরা হয়েছিলেন সাকিবই।
১১ বছর পর সেই স্মৃতি ভাসছে টাইগার সমর্থকদের চোখে। আজ মিরপুরে চতুর্থ ইনিংসে বাংলাদেশের লক্ষ্য ২৩১। ২১৪ থেকে অতোটা দূরে নয়।
কিন্তু আজ দলে নেই সাকিব। কুঁচকির চোটে প্রথম টেস্টে ৬ ওভার বল করেই সিরিজ থেকে ছিটকে গেছেন।
চট্টগ্রামে সাকিবের অভাব বোধ করেছে টাইগাররা। খোদ অধিনায়কের মুখে ছিল সেই সরল স্বীকারোক্তি। তাই সঙ্গত কারণেই প্রশ্ন জাগতে পারে, সাকিব ছাড়া মুমিনুলরা কি পারবে ২০০৯ এর সেই স্মৃতি ফিরিয়ে আনতে?