রংপুরে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ওই গৃহবধূকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।
এ নিয়ে বেশ কিছু দিন ধরে এলাকায় চাঞ্চল্যকর ও উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।
রবিবার ধর্ষণের শিকার গৃহবধূ ও তার স্বামী জানান, বেশ কিছুদিন আগে পার্শ্ববর্তী বাড়ির মৃত আ. মজিতের ছেলে জাহিদুল ইসলাম (২৫) তার উপর কু-দৃষ্টি দেন।
এরই ধারাবাহিকতায় প্রায় তিন মাস আগে জাহিদুলের ভাবি শাপলা বেগম ও রাশেদা বেগম সুকৌশলে ওই গৃহবধূকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর সারা রাত তাকে ধর্ষণ করেন।
ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং কাউকে বিষয়টি জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করেন।
এ বিষয়ে ইউপি সদস্য মো. খোরশেদ আলী বলেন, এ ধরনের ঘটনার বিচার করার ক্ষমতা তার নেই। তাই মামলা করতে বলেছেন ভুক্তভোগী পরিবারকে।
যারা মীমাংসার কথা বলে টাকা খেয়েছে তাদেরও বিচারের আওতায় আনার অনুরোধ করেন তিনি।
ভুক্তভোগী নারী এজাহার দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান।