রামগঞ্জে দীঘি সংস্কারের নামে বালু লুট
লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া দীঘি সংস্কারের অজুহাতে বড় ড্রেজিং মেশিন দিয়ে বালু লুট করার মহোৎসব চালানোর অভিযোগ পাওয়ায় গেছে। দীঘির পাড়ে ২০-২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান, উত্তর পাড়ে মসজিদ, দক্ষিণ পাড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বপাড়ে পানপাড়া স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠ, পূর্ব এবং উত্তর কোনা স্কুল ও কলেজ ভবন, দুই পাড়ে পাকা সড়ক অতিরিক্ত বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা গ্রামবাসীর। তারা লক্ষ্ণীপুর জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে লিখিত অভিযোগ দায়ের করেও প্রতিকার পাচ্ছেন না।
গ্রামবাসীর আবেদনের ভিত্তিতে লক্ষ্ণীপুর রেভিনিউ ডেপুটি কালেক্টর শহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে ইউএনওকে ৩ কার্যদিবসে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ইউএনও সরেজমিন গিয়ে বালু উত্তোলন বন্ধ করেন। গ্রামবাসী বলেন, এর ৩-৪ ঘণ্টা পর ফের বালু উত্তোলন শুরু হয়।
অভিযুক্ত করপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তছলিম হোসেন এ বিষয়ে জানান, ‘আমি ৬টি জলাশয় সংস্কার টেন্ডার কাজ এনেছি। লামচর দীঘিটি স্থানীয় কিছু ব্যক্তির কারণে ঠিকমতো সংস্কার করতে পারিনি। তাই ওদের দায়িত্বে সংস্কার করা হচ্ছে। দীঘি সংস্কার করতে গিয়ে বালু লুট হওয়ার বিষয় আমি জানি না।’
রামগঞ্জ ইউএনও উম্মে হাবীবা মীরা জানান, ‘লক্ষ্ণীপুর জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর স্বাক্ষরিত পত্র পেয়ে সরেজমিন প্রদর্শন করে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এর পরও কিভাবে বালু উত্তোলন করছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।