রামগঞ্জে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্র দখল নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন জন গুলিবিদ্ধ এবং আরও ২০ জন আহত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।
পরে পুলিশের ডিআইজির নেতৃত্বে বিপুল সংখ্যক বিডিআর, র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর আধাঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে পরিস্থিতি শান্ত হলে আবার ভোটগ্রহণ শুরু হয়।
স্থানীয়রা জানায়, রামগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন (উটপাখি প্রতীক) তার দলবল নিয়ে পশ্চিম কাজির খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল নিতে যান। এ সময় তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রশিদ আকন্দের (পাঞ্জাবি প্রতীক) সমর্থকরা বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে আনোয়ারের অনুসারীরা এলাপাতাড়ি গুলি ও মারধর শুরু করলে আলমগী, কামাল হোসেন ও জামসেদ নামের তিন জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উভয়পক্ষের আরও ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে চট্টগ্রাম পুলিশের ডিআইজি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিডিআর, র্যাব ও অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে কেন্দ্রের ভেতরে কোনো হামলার ঘটনা ঘটেনি।
পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।