রায়পুরায় বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২
জেলার রায়পুরায় বালু ব্যবসাকে কেন্দ্র করে ২ গ্রামের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ ও ২ জন ট্যাঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ সময় ১০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। সোমবার (২০ জুন) ভোরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নলবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ ও পার্শ্ববর্তী ভাটিবদরপুর গ্রামের রবিন মেম্বার গ্রুপের মধ্যে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে সোমবার ভাটিবদরপুর গ্রামের রবিন মেম্বার গ্রুপ নলবাটা গ্রামের গোলজার মেম্বারের সমর্থকদের বাড়ি-ঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় গোলজার মেম্বারের ১২ জন সমর্থক গুলিবিদ্ধ (রাবার বুলেট) ও ২ জন ট্যাঁটাবিদ্ধ হয়ে আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) সাহেব আলী পাঠান বলেন, ভোর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। পরে সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।