লক্ষাধিক ঘনফুট বালু জব্দ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার চুনতি ৮নং ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব বালু জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান।
জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি মহল চুনতির সাতগড় লম্বাশিয়া খাল থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালুখেকোরা পালিয়ে যায়। ওই স্থানে লাল পতাকা ঠাঙানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান জানান, জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।