লাইভ সম্প্রচার চলাকালে দুর্ঘটনার শিকার সাংবাদিক
সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা। ঝুঁকির কথা মাথায় রেখেই এই পেশায় কাজ করে যান সাংবাদিকরা। সম্প্রতি লাইভ সম্প্রচার চলাকালে এক সাংবাদিকের গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ার চিত্র সেই কথাটিই ফের মনে করিয়ে দিয়েছে।
হাফিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় সংবাদের লাইভ সম্প্রচার চলাকালে এক সাংবাদিককে একটি গাড়ি এসে ধাক্কা দেয়।
হান্টিংটনের এনবিসি অ্যাফিলিয়েট ডাব্লুএসএজেড চ্যানেলের টরি ইয়র্জি নামে ওই নারী সাংবাদিক উপস্থাপক টিম ইরের মাধ্যমে দর্শকদের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। তিনি নিচে পড়ে ক্যামেরার আড়ালে চলে যান।
তবে তাৎক্ষণিকভাবে উঠে ফের লাইভ শুরু করেন টরি। তিনি বলেন, এই মাত্র আমাকে একটি গাড়ি ধাক্কা দিয়েছে। কিন্তু আমি ঠিক আছি।
এর পর আবহাওয়া পরিস্থিতি নিয়ে পূর্বনির্ধারিত প্রতিবেদন শেষ করেন তিনি।