শাহজাদপুরে ১শ’ বিদ্যালয়ে রাউটার বিতরণ
শাহজাদপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ স্থাপনের লক্ষ্যে ১শ’ ১৬টি বিদ্যালয়ে রাউটার বিতরণ করা হয়েছে। শুক্রবার স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি থেকে শিক্ষকদের রাউটার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কাজল, সদস্য মনিরুল গনি চৌধুরী শুভ।