শিবালয়ের নালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা
সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সরাসরি অভিভাবকদের ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশ্রহণ ও ভোটদানের মধ্যদিয়ে সকাল ১০টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। বিকেল ৪টার পর প্রার্থী ও দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে ভোট গননা শুরু হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন পুরুষ প্রার্থী এবং একজন নারী প্রতিদ্বন্দ্বিতায় অংশ গ্রহণ করেন। একাধিক নারী প্রার্থী না থাকায় একমাত্র নারী প্রার্থী শাহিদা আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
এ নির্বাচনে ৪ জন পুরুষ প্রার্থী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো. জসিম খান ৪৪৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন।
কাজী আশরাফুল ইসলাম রতন ৪২১ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ মোশারফ হোসেন ৩৬৪ ভোটে তৃতীয় এবং ৩২৪ ভোটে চতুর্থ স্থান দখল করে বিজয়ী হয়েছেন আব্দুল বাসেদ।
এ বিদ্যালয়ে ভোটার সংখ্যা ৮৫২। কাস্টিং ভোটের সংখ্যা ৬৭৩ এবং বাতিল ভোটের সংখ্যা ১৪টি।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদ আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্তাজ উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিবালয় থানার এস আই অমিত দে, এএস আই আমিনুল ইসলামসহ শিবালয় থানা পুলিশের একটি দল।