শেখ হাসিনা আজ দলের উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসবেন
আজ বুধবার আওয়ামী লীগের ‘থিঙ্ক ট্যাঙ্ক’ বলে পরিচিত উপদেষ্টা পরিষদের বৈঠক। গত জাতীয় সম্মেলনের পর এই প্রথম এককভাবে উপদেষ্টা পরিষদের সদস্যরা বৈঠকে বসছেন। আজ বিকেল চারটায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে উপদেষ্টা পরিষদের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
দলের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন এবং আগামী নির্বাচনকে ঘিরে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন দলটির নেতারা। এই বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনের টানা চতুর্থবারের মতো বিজয়ের কর্ম-কৌশল নির্ধারণের পাশাপাশি নির্বাচনী জোট ও মাঠের বিরোধী দলের সম্ভাব্য আন্দোলন মোকাবেলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।