সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান গোপালের
নিজস্ব প্রতিবেদক: সব হিন্দুদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানালেন রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদের নব নির্বাচিত সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি।
শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে অবস্থিত রমনা কালী মন্দির পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। রমনা মন্দিরের নতুন কমিটি গঠন হওয় পর শুক্রবার (৮ এপ্রিল) সভাপতি হিসেবে প্রথম মন্দির পরিদর্শন করেন তিনি।
এর আগে মনোরঞ্জন শীল গোপাল মন্দিরের গেটে পৌঁছালে ফুল দিয়ে বরণ করেন মন্দিরের সাধারণ সম্পাদক সজীব বিশ্বাসের নেতৃত্বে মন্দির কমিটির সদস্যগণ। মন্দির পরিদর্শন শেষে উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় মনোরঞ্জন শীল গোপাল বলেন,”নতুন এবং পুরাতন কমিটির সদস্যসহ হিন্দুদের নিয়ে মন্দিরের উন্নয়ন ও হিন্দুদের কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। আশা করছি সবাইকে পাশে পাবো।”
উল্লেখ্য, গত শুক্রবার (৪ মার্চ) সাংসদ মনোরঞ্জন শীল গোপালকে সভাপতি ও সজীব বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ঢাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়। মনোরঞ্জন শীল দিনাজপুর-১ আসনের সরকারদলীয় সাংসদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান।