সরকারি খাল ভরাট করে ইটভাটার ট্রাক্টর চলাচলের রাস্তা, জরিমানা
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর-খোজারগ্রামে সরকারি খাল ভরাট করে মাটিবাহী ট্রাক্টর চলাচলের রাস্তা তৈরি করেছে এক ইটভাটা মালিক। পরে ওই রাস্তা দিয়ে কৃষি জমি থেকে বেআইনিভাবে মাটি উত্তোলন করে তার ইটভাটায় পরিবহন করে। বিষয়টি বাহুবল উপজেলা প্রশাসনের নজরে আসলে রবিবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। পরে তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী শাপলা ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জরিমানা আদায়ের পাশাপাশি ওই ব্রিক ফিল্ড মালিককে দ্রুত মাটি অপসারণপূর্বক খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা প্রদান করা হয়।