সাটুরিয়া ও ঘিওর উপজেলা ভূমিহীনমুক্ত
মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের এ দুই উপজেলাসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন সাটুরিয়া উপজেলা প্রশাসন, আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীরা।
এ সময় সাটুরিয়া উপজেলা মিলনায়তনের সভা কক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা চেয়ারম্যান আ. মজিদ ফটো, থানা স্বাস্থ্য কর্মকর্তা মামুন রশিদ, ওসি আশরাফুল আলম প্রমুখ।