সাদা বলে উইন্ডিজদের অধিনায়ক পুরান
আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কায়রন পোলার্ড। অথচ কয়েক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই পরিস্থিতিতে নিকোলাস পুরানকে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।
পুরান ৩৭টি ওডিআই ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে ১১২১ এবং টি-টোয়েন্টিতে ১১৯৩ রান করেছেন। গত বছর থেকেই পোলার্ডের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার পুরান। এবার চলতি বছরের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পূর্ণাঙ্গ মেয়াদে দুই ফরম্যাটের অধিনায়কত্ব পেলেন ২৬ বছর বয়সী এ তারকা। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সংস্করণে তার সহকারীর ভূমিকা নেবেন শাই হোপ। কাল এক বিবৃতিতে সিদ্ধান্তটি জানায় সিডব্লিউআই।
পুরানকে অধিনায়ক বানানোর বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউআই) পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং দলের মধ্যে সম্মান পাওয়া বিচারে সাদা বলে অধিনায়কত্ব করতে প্রস্তুত নিকোলাস।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর পুরানের প্রতিক্রিয়া, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হতে পেরে গর্ব লাগছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দারুণ অবদান রাখা দুর্দান্ত কিছু ক্রিকেটারের পদাঙ্ক অনুসরণ করব আমি। অধিনায়ক হতে পারাটা আমার ক্যারিয়ারের উজ্জ্বল মুহূর্ত। সমর্থকদের জন্য মাঠে দল নিয়ে দারুণ কিছু করতে চাই।’