সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নুরুল আজিজ চৌধুরী নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ঝুমুর (০৭) ও আব্দুল্লাহ (০৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইন এলাকায় রেহান সাহেবের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ঝুমুর বরিশালের ভোলার চরফ্যাশন এলাকার জয়নালের মেয়ে ও আব্দুল্লাহ (০৮) বরিশালের রুবেল মিয়ার ছেলে। তারা উভয়ই সুমিলপাড়া এলাকার মঞ্জুরের বাড়ির ভাড়াটিয়া।
জানাগেছে, সকালে খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় ঝুমুর ও আব্দুল্লাহ। তাঁদের ধমকে বাসায় পাঠালেও আবারও তারা পুকুরে গোসল করতে আসে।
দুপুর ১টার পরে লোকজনের চিৎকার শুনে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, শিশু দুটি সাতার জানেনা। তারা দু’জন পুকুরে গোসল করতে নামার পর পানিতে ডুবে মারা যায়।