সিরাজগঞ্জে মিথ্যা গণধর্ষণ মামলা প্রমাণিত হওয়ায় বাদীর কারাদণ্ড
সিরাজগঞ্জের কামারখন্দে গণধর্ষণের মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী হামিদা খাতুনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে মোঃ নাজির এ আদেশ প্রদান করেন। তবে এ রায় ঘোষণার সময় হামিদা খাতুন অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত হামিদ এখন এর বাড়ি কামারখন্দ উপজেলার খামার বদরুল গ্রামে।
আদালতের স্পেশাল পিপি আব্দুল হামিদ লাভলু ও এপিপি আনোয়ার বেস্ট লিমন এসব তথ্য নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে কবির হোসেনের সঙ্গে হামিদা খাতুন এর বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০০৬ সালের ২৪ অক্টোবর হামিদ হামিদা গণধর্ষণের অভিযোগ এনে কবির হোসেন ও তাঁর পাঁচ ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। পরে মিথ্যা মামলা করার অভিযোগ এনে কবির হোসেন হামিদা খাতুন এর বিরুদ্ধে পাল্টা মামলা করেন। এই মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে হামিদা খাতুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।