হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ৩ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ২০২০-২১ অর্থবছরের জন্য সরকারের আর্থিক সহায়তা ৮ কোটি টাকা প্রাপ্তি সাপেক্ষে ১৭ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার ধর্ম প্রতিমন্ত্রী ও ট্রাস্টের সভাপতি মো. ফরিদুল হক খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১০৪তম বোর্ড সভায় আলোচনা শেষে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
সূত্র মতে, অনুমোদিত বাজেটের অর্থের মধ্যে ট্রাস্টের প্রশাসনিক ব্যয় বাদে মঠ-মন্দিরে সংস্কারের জন্য ৩ কোটি ৮১ লাখ এবং অস্বচ্ছল সনাতন ব্যক্তিদের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা অনুদান প্রদান, মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ৪০ লাখ, সনাতন হিন্দু ছাত্রদের বৃত্তি বাবদ ৪৫ লাখ, সমগ্র দেশে জন্মষ্টমী উদযাপনে ২০ লাখ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস খাতে ১৫ লাখ, প্রকাশনা খাতে সাড়ে ৮ লাখ টাকা ও দেশের অভ্যন্তরে তীর্থখাতে ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সভাটি পরিচালনা করেন ট্রাস্টের সচিব শ্রী বিষ্ণু কুমার সরকার। ট্রাস্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।