হেফাজত কর্মীদের হামলায় সংবাদকর্মী রক্তাত্ত জখম,বাড়িঘরে ভাংচুর
সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নারীসহ আটক ও কর্মী-সমর্থকদের ভাংচুরের ছবি প্রকাশ করায় হাবিবুর নামের এক সংবাদ কর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর করেন হেফাজত কর্মীরা।
এসময় সংবাদকর্মীকে পিটিয়ে রক্তাত্ত জখম করেন। সোমবার রাতে সনমান্দির ইউনিয়নের ভাটিচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় হাবিবুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে হাবিবুর বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত হাবিবুর রহমান চ্যানেল এস নামের একটি বেসরকারি টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
আহত হাবিবুর রহমান বলেন, গত রাতে হেফাজত, জামাত, বিএনপির প্রায় চার শতাধীক কর্মী-সমর্থকেরা আমার বাড়িতে হামলা চালিয় বাড়ি-ঘর ভাংচুর করে আমাকে পিটিয়ে মারাক্তক জখক করে। এক পর্যায়ে মেরে ফেলার চেষ্টা করেছেন। আমার পরিবারের কারনে আমি বেছে গেছি।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম বলেন, সংবাদকর্মীর বাড়ি-ঘর ভাংচুর ও তার উপর হামলার শুনেছি। উপজেলা প্রসাশন মিডিয়া কর্মীদের সাথে রয়েছে। দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্যঃ ৩ এপ্রিল শনিবার বিকেলে মামুনুর হককে নারীসহ আটকের ঘটনায় হেফাজতের কর্মীরা জড়ো হয়ে মামুনুল হককে মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে মুল ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রিসোর্টে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা পুলিশের কাছ থেকে মামুনুল হকসহ তার কথিত স্ত্রীকে ছিনিয়ে নেন। পরে হেফাজত কর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে মহাসড়কে গিয়ে টায়ার জ্বালিযে রাস্তা অবরোধ করে মিছিল করে।এসময় তারা উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিস ও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বাড়ি-ঘর ভাংচুর করেন ।