১১ ঘণ্টা পর ঢাকায় মুঠোফোন ইন্টারনেট সেবা চালু
১১ ঘণ্টা পর ঢাকা বিভাগে মুঠোফোন ইন্টারনেট সেবা চালু হয়েছে। মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, আজ ভোর ৫টা থেকে সারা দেশে মুঠোফোনে থ্রি–জি ও ফোর–জি ইন্টারনেট সেবা বন্ধ ছিল। বিকাল ৪টা থেকে ঢাকায় ইন্টারনেট সেবা চালু করতে বলা হয়। এরপর সাড়ে ৪টা থেকে ঢাকায় গ্রাহকেরা মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে মুঠোফোন ইন্টারনেট সেবা চালু হতে পারে।