৬টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি গুলি, ২টি এলজি, ২টি পাইপগান, ৪টি কার্তুজ ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।
গতকাল বুধবার বিকেলে নিজ সভাকক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলোÑ রাশেদ, আব্দুস সালাম, শাকিল, সুজন ও শাকিল।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে রাশেদ, শাকিল ও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত অস্ত্র তাদের দুই সহযোগী শাকিল এবং সুজনের কাছে রয়েছে। বুধবার সকালে বেগমগঞ্জের আলাইয়াপুরে অভিযান চালানো হয়। এ সময় শাকিল ও সুজনকে গ্রেপ্তার করে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।